বগুড়ায় আবারও বাড়ছে করোনাঃ নতুন আক্রান্ত ৫০, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২২ বার।

বগুড়ায় টানা কয়েকদিন করোনায় আক্রান্তের হার কমতে শুরু করলেও গত ৪৮ঘন্টায় আবারও বাড়তে শুরু করেছে।   গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৯৬ নমুনার ফলাফলে ৫০জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ  মিলেছে। আক্রান্তের হার ১৬দশমিক ৮৯শতাংশ এব যেখানে গতকালের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ এবং তার আগের দিন ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৪৬৬জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৫৬জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৫৫২জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ২জন মারা   যাওয়ায় মৃত্যু মোট ১৭৮জনে দাঁড়িয়েছে। 

বুধবার সকাল ১১টার  দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে  এই তথ্য জানানো হয়। 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২২সেপ্টেম্বর, মঙ্গলবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।  সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৪৫টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৪টি নমুনার মধ্যে ৫জনের পজিটিভ এসেছে। 

নতুন আক্রান্তদের মধ্যে ৪২জন সদর,  শাজাহানপুর ৫জন, শেরপুর ২জন এবং একজন  কাহালুর বাসিন্দা।