ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শাজাহানপুরে দুই ওষুধের দোকানে ২৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

ড্রাগ লাইসেন্স না থাকায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাজার এলাকায় দুই ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক খান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাঝিড়া বাজার এলাকায় সাজিদ মেডিকেল হল, মাহীন ফার্মেসী ও করতোয়া ফার্মেসীতে ওষুধ আইন ১৯৪০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সাজিদ মেডিকেল হলের ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নিবন্ধনহীন ওষুধ মজুদের দায়ে করতোয়া ফার্মেসীর মালিক ওয়ারেসুল মোস্তফার ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক রহমতউল্লাহ।