বগুড়ার নামাজগড়ে শহীদ শফি ইমাম রুমি চত্বর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯০ বার।

বুধবার সন্ধ্যায় নামাজগড়ে শহীদ শফি ইমাম রুমি চত্বর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এনআরবি কমার্সিয়াল ব্যাংক, ওয়ালটন শো-রুম, রাকিব ট্রেডার্স ও আব্দুল মান্নান আকন্দের পৃষ্ঠপোষকতায় নামাজগড় মোড়ের সৌন্দর্য্য বর্ধন এবং নামকরণ করা হয়। শহীদ শফি ইমাম রুমি ছিলেন একজন তরুণ মুক্তিযোদ্ধা। শহীদ জননী জাহানারা ইমামের এই সন্তান দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যিনি আর ফিরে আসেননি। জাতির এই মেধাবী সন্তানকে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়। শহীদ রুমি চত্বর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এড. মকবুল হোসেন মুকুল, সাবেক পৌর চেয়ারম্যান এড. রেজাউল করিম মন্টু, আব্দুল মান্নান আকন্দ, এনআরবি কমার্সিয়াল ব্যাংকের ম্যানেজার রেজাউল কায়েস, ওয়ালটনের ম্যানেজার সাব্বির আহম্মেদ, এস এম রুহুল মোমিন তারিক, এম এ বাছেদ, মাশরাফী হিরো, শাহাদৎ হোসেন শাহীন, আব্দুল মতিন সরকার, আব্দুল্লাহ আল-মামুন মিলু, কামরুল হুদা উজ্জ্বল, কানাই লাল ময়না, আবু বক্কর সিদ্দিক, মোশারফ হোসেন বুলবুল, শেখ জালাল উদ্দিন, রাকিব উদ্দিন সিজার, রাকিবুল ইসলাম, সনৎ কুমার সরকার, আসলাম হোসেন, আকবর শেখ হৃদয়, সেলিম হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।