বগুড়ার আদমদীঘিতে একই রাতে দুই অটোইজিবাইক চুরি : আতংকিত মালিকরা

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বগুড়ার আদমদীঘিতে একই রাতে পৃথক স্থান থেকে দুটি ইজিবাইক (টমটম) চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার তেতুলিয়া ও শিবপুর গ্রাম থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি ঘটনায় অটোইজিবাইক মালিকরা আতংকিত হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আদমদীঘির তেতুলিয়া গ্রামের দরিদ্র শামিম জানায়, সে কিছুদিন আগে ঋন করে ১ লাখ ২০ হাজার টাকায় একটি অটোইজিবাইক (টমটম) কিনে তা চালিয়ে জীবিকা নিবাহ করছিল। প্রতিদিনের মতো গত বুধবার ভাড়া চালিয়ে রাতে তার বাড়ির বারান্দায় ইজিবাইকটি বৈদ্যুতিক চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে গভীর রাতে দরজার শিকল কেটে চোরেরা সেটি চুরি করে নিয়ে যায়। অরপদিকে শিবপুর গ্রামের দরিদ্র আব্দুর রশিদের ইজিবাইকটিও একই কায়দায় চুরি যায়। দুটি ইজিবাইকের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে তাদের দাবী। ওসি জালাল উদ্দীন জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।