বগুড়ায় বাল্যবিয়ের দায়ে কনের মায়ের ৫ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বগুড়ার শাজাহানপুরে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের মায়ের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে জামাই বাড়ি পাঠাবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। 

জানাগেছে, উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের চায়না বেওয়ার মেয়ে রিমা খাতুন (১৫) এর সাথে ১ মাস আগে গোহাইল ইউনিয়নের সাবগাড়ী গ্রামের ইউসুফ আলীর পুত্র আব্দুল করিম (২৫) এর বিবাহ সম্পন্ন হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার কনের বাড়িতে বিবাহ উত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা

অনুষ্ঠানের সংবাদ পেয়ে  বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো: আশিক খান। অভিযানকালে কনের মা চায়না বেওয়া অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় চায়না বেওয়া’র ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে জামাই বাড়ি পাঠাবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি জানতে পেরে বর পক্ষের লোকজন কনের বাড়িতে আসেননি।