বগুড়া সদরে বর্তমানে যে সকল এলাকায় রয়েছে করোনা রোগী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০৫ বার।

বগুড়ায় ২৩ সেপ্টেবরের ফলাফল অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯৭জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬হাজার ৫৭৫জন। তবে করোনায় ১৭৮জন প্রাণ হারিয়েছেন।  
জেলায় ১২টি উপজেলার মধ্যে করোনার আক্রান্তে শীর্ষে সদর উপজেলার। এই উপজেলায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী যে সকল এলাকায়  রোগী রয়েছে এমন তথ্য জানিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। তাদের দেয়া তথ্যমতে,  মালতিনগর ৬৩, জলেশ্বরীতলা ৪০, নারুলী ২৯, ঠনঠনিয়া ২৮ সূত্রাপূর ১৯, উপশহর ১৭, খান্দার ১৬, কলোনি ১৪, জহুরুলনগর ১৪, নামাজগড় ১৩, নাটাইপাড়া ১২, চকসূত্রাপুর ১২, সাবগ্রাম ১২, কাটনারপাড়া ১১, বৃন্দাবন পাড়া ১১, রহমান নগর ১১, সুলতানগঞ্জ পাড়া ১০, গোকূল ৯, কৈগাড়ি ৮, সেউজগাড়ি ৭, ফুলবাড়ি ৭, ফুলদিঘী ৭, ফুলতলা ৭, বড়গোলা ৬, নিশিন্দারা ৬, মাটিডালি ৪, মালগ্রাম ৫, কালিতলা ১, বড়গোলা ৬, দত্তবাড়ি ৫, শিববাটি  ৩, পালশা ৫, বারোপুর ১, জয়পুরপাড়া ৫, কানছগাড়ি ৪, চকলোকমান ৪, ধরমপুর ২, সবুজবাগ ১,চারমাথা ১, হাকিড় মোড়  ১, তিনমাথা  ২, শাকপালা ৪, নামুজা ৩, ছিলিমপুর  ৩, নূরানী মোড়  ১, পিটিআই মোড় ২, এরুলিয়া ১, বেলাইল ১, মফিজ পাগলার মোড় ৫, পুরান বগুড়া ৪, ঠেংগামারা  ২, নওদাপাড়া ১, ফাঁপোড় ২, সাতমাথা ১, শেখেরকোলা  ২, কুমিড়া ১, বনানি ১, শহরদিঘী ১, শাখারিয়া ১, লাহিড়ী পাড়া ২, রাজাপুর ১, আকাশতারা ৩, জামিলনগর ২, গন্ডগ্রাম ১, ইসলামপুর ১, রবিবাড়িয়া ১, দোগাছি একজন। 

এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৮জন, টিএমএসএস ৩জন, পুলিশ লাইন্স ২জন, জজ কোয়ার্টার একজন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ৮জন রয়েছেন।