টাইমের প্রভাবশালীর তালিকায় দিল্লির বিলকিস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৯ বার।

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেলেন ভারতের রাজধানী নয়াদিল্লির শাহিনবাগের বাসিন্দা ৮২ বছর বয়সী বিলকিস।

গত বছরের শেষে পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ- পাস হলে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। শাহিনবাগের শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন নারীরাও। এদের মধ্যে বয়স্ক কয়েকজন নারী ছিলেন আলোচনার কেন্দ্রে। বিলকিস তাদেরই একজন। আন্দোলনের সময় অধিকারকর্মী, শিক্ষার্থীদের আশা ও সাহস দিয়েছেন বিলকিস। ভারতের পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি। টাইম ম্যাগাজিনের তালিকায় ‘আইকন’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাহিনবাগের এই ‘দাদি’। সিএএ পাসের পর শাহিনবাগে শুরু হওয়া বিক্ষোভ চলে ১০১ দিন।

 

প্রভাবশালীর তালিকায় আরো স্থান পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বলিউড তারকা আয়ুস্মান খুরানা।