বৃষ্টির বাধায় ভারত-কিউই লড়াই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০১৯ ০৯:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

বৃষ্টির বাধায় পড়েছে ভারত ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচ। নির্ধারিত সময়ে হচ্ছে না টস। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ঝিরিঝিরি বৃষ্টি। মেঘে ঢাকা আকাশ। ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি-না এ ব্যাপারে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ভারতের সংগ্রহে আছে ৪ পয়েন্ট। ম্যাচজি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসতে পারে বিরাট কোহলির দল।

বড় আসরে ভারতের বিপক্ষে কিউইরা জয়ের দিক দিয়ে কিছুটা এগিয়ে। এ পর্যন্ত বিশ্বকাপের দুই দলের সাত মোকাবেলায় কিউইরা জিতেছে চারটিতে, ভারত বাকি তিনটিতে। কেন উইলিয়ামসনের দল জয়ের ধারা ধরে রেখে চতুর্থ ম্যাচেও এগিয়ে যেতে বদ্ধপরিকর।

শিখর ধাওয়ান ও রোহিত মিলে ভারতের অন্যতম সফল উদ্বোধনী জুটির তকমা ইতোমধ্যেই অর্জন করে ফেলেছেন। আর সে কারনেই বিশ্বকাপের মত বড় আসরে এসে ধাওয়ানের অনুপস্থিতিতে ভারত তাদের প্ল্যান-বি তে সফল হয় কি-না সেটাই এখন দেখার বিষয়। উদ্বোধনী জুটিতে রাহুলের অন্তর্ভূক্তি নিঃসন্দেহে বিজয় শঙ্কর ও দিনেশ কার্তিকের যেকোন একজনকে ৪ নম্বরে উঠিয়ে নিয়ে আসবে।

রাহুলের জন্য এই পরিস্থিতিতে ইনিংস সূচনা করাটা কিছুটা চাপ মনে হলেও হঠাৎ পাওয়া সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত এই প্রতিভাবান ব্যাটসম্যান। বিশেষ করে নতুন বলে ট্রেন্ট বোল্টকে মোকাবেলা করাটা খুব একটা সহজ কাজ হবে না।

যদিও ২২ গজের অপর প্রান্ত থেকে রোহিত শর্মার সমর্থন তো থাকবেই। কন্ডিশন বিবেচনায় রোহিত যেভাবে নিজের পারফরমেন্সকে রূপান্তরিত করতে পারেন তা অনেকের কাছেই অনুকরণীয় হতে পারে। পাওয়ার প্লেতে ভারত বেশ কিছুদিন ধরেই স্ট্রোক-প্লেয়ার রোহিতের ওপর নির্ভরশীল। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি তুলে নেয়া ভারতের সহ-অধিনায়ক এই লড়াইয়েও নিজেকে প্রমাণে মুখিয়ে আছেন।

নিউজিল্যান্ড পেস আক্রমণে অন্যতম শক্তি ট্রেন্ট বোল্ট। ওভালে অনুশীলন ম্যাচে বোল্ট ভারতীয় ব্যাটসম্যানদের স্বস্তি দেননি। তারপর থেকে প্রায় দুই সপ্তাহ কেটে গেছে, আর বোল্ট এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খুব একটা সুইং দেখাতে পারেননি। যদিও তার বোলিং স্টাইল কখনই কন্ডিশনের উপর খুব একটা নির্ভর করেনা। নিউজিল্যান্ডের গতিমানব লোকি ফার্গুসনও এই ম্যাচে নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে আছেন।