বগুড়া সেনেটারী ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন: সভাপতি ছানু, সম্পাদক সজীব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার সেনেটারী ব্যবসায়ী মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ফরিদুল হাসান ছানু সভাপতি এবং শহিদুল ইসলাম সজীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বুলবুল ও মিজানুর রাহমান রাশেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুল আলীম মিলন। এছাড়া সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুল হক তানজিদ, ধর্মীয় সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রব্বানী।

 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম জীবন, ফজলে রাব্বী ও সোলায়মান আলী।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুল হক কাজল। নির্বাচন কমিশনার ছিলেন ফারুক মিয়া, পুটু মিয়া তালুকদার, এস এম নুর ই আলম পল্লব ও মাহবুব জলিল জন।

 

প্রধান নির্বাচন কমিশনার আসাদুল হক কাজল বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।”